

মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আঞ্চলিক বিমান প্রতিরক্ষা জোট গঠনে সহায়তা করছে ইসরাইল। ইরানের হামলা নস্যাৎ করতে এই জোট গঠন করা হয়েছে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টাজ সোমবার এ কথা জানিয়েছেন।
তিনি জানান, ইতোমধ্যে এই জোট ইরানের অনেক হামলা বাঞ্চাল করেছে।
প্রথমবারের মতো ‘মধ্যপ্রাচ্য বিমান প্রতিরক্ষা জোট’ (এমইএডি) সম্পর্কে আইনপ্রণেতাদের সাথে খোলামেলা কথা বলেন বেনি গান্টাজ। এবং আরব দেশগুলোর সাথে একটি আঞ্চলিক সামরিক জোট ছিল বলে স্বীকার করেন তিনি।
আনুষ্ঠানিক ওই ব্রিফিংয়ে বেনি গান্টাজ বলেন, ‘এক বছর ধরে আমি পেন্টাগন এবং মার্কিন প্রশাসনের সাথে একত্রে একটি বিস্তৃত কর্মসূচির নেতৃত্ব দিচ্ছি। যা ইসরাইল এবং ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করবে।’
‘এই জোট কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সফলতার সাথে ইসরাইল এবং অন্যান্য দেশগুলোতে চালানো ইরানের হামলা নস্যাৎ করেছে।’
সূত্র : মিডল ইস্ট মনিটর